টাঙ্গাইলে চোরাই মোটর সাইকেলসহ আটক ১
আপডেটঃ ৩:৪৪ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে চোরাই মোটর সাইকেল (ঢাকা মেট্রো ল ২৩-১১৪৭) সহ মো. নওশের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাষ্মণবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃত রাইজ উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন শনিবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ নভেম্বর শ্রক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর মির্জাবাড়ী ইউনিয়নের হিরণ বাজার এলাকায় হতে এসআই আ. আলিম খান, গোলাম কিবরীয়া, আ. মজিদ, এ এস আই ফরহাদ হোসেন, ফরিদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার বিকেলে এস আই আ. আলিম বাদি হয়ে মধুপুর থানায় ৪১৩ ধারায় মামলা দায়ের করেন।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।