ময়মনসিংহে ডিবি’র অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপডেটঃ ১০:৫৬ অপরাহ্ণ | ডিসেম্বর ০১, ২০১৯

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পাচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার রাতে বিভাগীয় শহরের মাসকান্দায় অভিযান পরিচালনা করে। এ সময় পাচ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ হানিফকে গ্রেফতার করা হয়। সে মাসকান্দা হাইস্কুল মোড়ের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।