| |

Ad

সর্বশেষঃ

তারানা হালিমের একান্ত সচিব হলেন সেই পূর্ণিমা

আপডেটঃ ৫:৫৮ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার শিকার পূর্ণিমা শীলকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ কথা লিখেন প্রতিমন্ত্রী।

jagonews24

ফেসবুকে তিনি লিখেছেন, মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামায়াতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যাঁ, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত পূর্ণিমাকে আমার ‘পার্সোনাল অফিসার’ হিসেবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম… শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।

আরোও পড়ুন...