| |

Ad

সর্বশেষঃ

অবৈধ অনুপ্রবেশ, বেনাপোলে ৪ ভারতীয়সহ আটক ৪১

আপডেটঃ ২:৩১ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৪ ভারতীয়সহ ৪১ নারী-পুরুষ ও শিশু আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (০৬ মার্চ ) সকাল ১০ টার দিকে বেনাপোল বন্দর থানার শিকড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় এবং ভারতীয়দের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বারাসাত এলাকায়।

বিজিবি জানান ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলবার ভোরের দিকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল বন্দর থানার শিকড়ি গ্রামের বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, ৪ ভারতীয়সহ ৪১ নারী-পুরুষ ও শিশু আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরোও পড়ুন...