| |

Ad

সর্বশেষঃ

অনুপ্রবেশের সময় বেনাপোলে শিশুসহ আটক ১৩

আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | মে ২০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (২০ মে) সকাল ৯টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পুটখালী গ্রামের পশ্চিম পাড়া বলফিল্ডের পাশে একটি আম বাগানে জড়ো হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ ৬ জন নারী ও ৪ শিশুকে আটক করে।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরোও পড়ুন...