খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ রাখতে দেশে ফিরলেন কোকোর স্ত্রী
আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত খোজঁ-খবর রাখতে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছেছেন পুত্রবধু প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
বাংলাদেশ সময় বুধবার (১০ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ময়নুল ইসলাম।
জানা যায়, পারিবারিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করেন।
সূত্র জানায়, মামলার কারণে তারেক রহমান এবং ছুটি না পাওয়ায় তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দেশে ফিরতে পারছেন না। সেই কারণেই শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য দেশে ফিরেছেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
প্রসঙ্গত, আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শর্মিলা রহমান সিঁথি তার দুই কন্যাকে নিয়ে লন্ডনে বসবাস করছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৬ অক্টোবর থেকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র : বাংলা ট্রিবিউন