জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মদিন এবং জাতীয় শিশুদিবস উপলক্ষে গৌরীপুর পৌরসভার উদ্যোগে কেককাটা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় গৌরপুর পৌর আওয়ামী লীগের সভপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানান।
পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা, কেককাটা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়ে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র ২ দিলুয়রা আক্তার, প্যানেল মেয়র ৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, নূরুল ইসলাম, মো: এমরান, সাদেকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।