সংবাদ শিরোনাম

 

 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তের পূর্ব গোবরাকুড়া এলাকায় ভারত সীমান্তের ভেতর থেকে সারোয়ার হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের লাশ বিজিবির সহযোগীতায় উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক উপজেলার বেপারীপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করে বিএসএফ। রাতে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে রয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ দিকে বাড়ী থেকে বের হন সারোয়ার। এরপর সে বাড়ী ফেরায় পরিবার তাকে খুঁজতে থাকে।

এদিকে, বুধবার বিকেলে গোবরাকুড়া ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েক জায়গায় মাটিতে রক্তের দাগ দেখে স্থানীয়রা বিষয়টি খোঁজতে থাকে। পরে ভারতীয় সীমানার সামান্য ভেতরে অর্ধেক বালিচাপা দেওয়া অবস্থায় একটি লাশ দেখতে পান তারা।
ভারতীয় সীমানায় লাশ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা প্রথমে বিজিবিকে অবহিত করে। পরে দুই দেশের সীমান্ত রক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ গ্রহন করে পুলিশ। পরে নিহতের ভাই জাকির হোসেন লাশ সনাক্ত করেন।

 

পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার রাতে হালুয়াঘাট পৌর শহর থেকে দুই আদিবাসী যুবককে ভাড়ায় গোবরাকুড়া ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে যান সারোয়ার হোসেন। কিন্তু কিভাবে খুন হল এমন কোনো কিছু কারো জানা নেই।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকান্ড। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম