সংবাদ শিরোনাম

 

আসন্ন টি-২০ ক্রিকেট বিশ^কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভূক্ত করার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ। রোববার বিকালে ময়মনসিংহ নগরের ক্রীড়াপল্লীখ্যাত আবুল মনসুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানবন্ধনে অংশ নেওয়া ক্রিকেটপ্রেমীরা বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের একজন অভিজ্ঞ খেলোয়ার। সে এখনো দলের যেকোন খেলোয়াড়ের চেয়ে ভাল খেলে। বিশ্বকাপের মত বড় আসরে মাহমুদউল্লাহ রিয়াদ জ্যেষ্ট খেলোয়াড়কে অবমূল্যায়ন করা হয়েছে। এতে বাংলাদশ দলের ক্ষতি হবে। মাহমুদউল্লাহকে বিশ^কাপের দলে না রাখায় সারাদেশের মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছে।

 

মানববন্ধনে ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট বোর্ডের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন, মাহমুদউল্লাকে দলে অর্ন্তভূক্ত করা করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

ক্রিকেটপ্রেমীদের আয়োজনে আয়োজিত এ মানববন্ধনে মানবাধিকার কর্মী আবুল কালাম আল আজাদ, বাউল শিল্পি মিজান বাউলা, সংগীত শিল্পী জেমস হিলটন, শিক্ষক শামীম আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম জুয়েল, রোহিত রাসেল, প্রদীপ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন ।

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম