সংবাদ শিরোনাম

 

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। এস্তাদিও ন্যাশনাল ডি ব্রাসিলিয়া স্টেডিয়ামে শনিবার ভোর ছয়টায় মেসিদের প্রতিপক্ষ সুয়ারেজরা।

উরুগুয়ে অবশ্য আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। তাই বলাই যায় আর্জেন্টিনা বেশ সতর্ক থাকবে এই ম্যাচে। সম্ভাবনা রয়েছে ৪-৩-৩ ছকেই খেলাবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির।

অন্যদিকে ১৪ বারের কোপা চ্যাম্পিয়নদের হারিয়ে আসর শুরু করতে মরিয়া ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

এর আগে কোপা অ্যামেরিকায় দুই দলের দেখা হয়েছে ৩১ বার। এতে অবশ্য ১৪ ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। উরুগুয়ে হয় পায় ১৩ ম্যাচে। ড্র হয় ৪টি ম্যাচ।

৩১ ম্যাচে গোলের হিসেবেও এগিয়ে আছে আর্জেন্টিনা। আলবি সেলেস্তের ৪২ গোলের বিপরীতে উরুগুয়ের রয়েছে ৩৬টি গোল।

দুই দলের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও টেন টু।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম