সংবাদ শিরোনাম

 

 

২০ জুন সোমবার সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় মসজিদ সংলগ্ন স্টার সাইকেল মার্ট নামক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে টানা ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ ফায়ার ব্রিগেড এর সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, সহকারী স্টেশন মাষ্টার মো: আতিক ও স্টেশন অফিসারগণ ফায়ারকর্মীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিভিয়ে ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করেন। চারদিকে উৎসুক জনতা এসে ভিড় করেন।

 

এ সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) ও ১ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সচেষ্ট ছিলেন।


এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্টার সাইকেল মার্ট ও এর পার্শ্ববর্তি আনাভি ইলেকট্রিক, আফির হোসিয়ারি, হোটেল আল হাফিজসহ বেশ কয়েকটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে।

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম