সংবাদ শিরোনাম

 

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর বিভিন্ন সম্প্রদায়ের সেচ্ছাসেবকদের নিয়ে ভুমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে অনুসন্ধান, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন শনিবার ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মোঃ মতিয়ার রহমান।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আয়োজনে ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন শনিবার ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, উপসহকারী পরিচালক নিয়াজ আহম্মেদ, সিনিয়র ষ্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মোর্শেদ, সিনিয়র ষ্টেশন অফিসার মোহাম্মদ অতিকুর রহমান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল বাকী। প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন কমিউনিটির সেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস কর্মকর্তা, এনজিও ফোরামের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম