বিশ্বে করোনা রোগী ৮ কোটি সাড়ে ৯৩ লাখ ছাড়াল
আপডেটঃ 12:31 pm | January 09, 2021

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরনের তাণ্ডব চলছে বিশ্বে। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী ভাইরাসটি।
বিশ্বে বর্তমানে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৭৭৩ জন এবং মৃতের সংখ্যা ১৯ লাখ ২২ হাজার ৫২ জন।
সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৪০ লাখ ৮ হাজার ১৮ জন।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী শনিবার পর্যন্ত এ হিসাব পাওয়া যায়।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৯০২। মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৩২ হাজার ৫২৬। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন।
তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ১৫ হাজার ৯২০। মারা গেছেন ২ লাখ ১ হাজার ৫৪২ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশ এখন ২৭তম অবস্থানে রয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।